লালমনিরহাটে টিসিবি পন্য বিতরনে অনিয়ম ছুটে এলেন উপজেলা চেয়ারম্যান

0
226

রবিউল ইসলাম লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলায় টিসিবি পন্য বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।কার্ড ধারীরা পন্য নেবার আগেই বরাদ্বকৃত পন্য বিতরন শেষ করার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। রবিবার (০২রা এপ্রিল)লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের কাশিপুরে টিসিবি পন্য বিতরন করা হয়,পন্য সরবরাহ কারী মন্ডল টের্ডার্স পন্য সরবরাহ শেষ করলে দেখা যায় কার্ড ধারী ১৫ জন এখনো পন্য তুলতে পারেনি।কার্ডধারী পন্য না পেয়ে হট্টগোল শুরু করে।মহেন্দ্রনগর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে একাধিক কার্ডধারী একই অভিযোগ করেন। মহেন্দ্র নগর ইউনিয়নের পাশাপাশি কুলাঘাট ইউনিয়নে টিসিবি পন্য বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। মহেন্দ্র নগর ইউনিয়নে ১,২,৩ নং ওয়ার্ডে মোট কার্ডের সংখ্যা ৯৩৪ জন, পন্য সরবরাহকারী মন্ডল ট্রেডার্স বলছে আমি ৯৩৪ জন কে মাল সরবরাহ করেছি,এদিকে তখনো ১৫ জন কার্ড ধারী পন্য পাবার অপেক্ষায় রয়েছে।খবর পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ঘটনাস্থলে গেলে টিসিবি পন্য না পাওয়া একাধিক ব্যাক্তি অভিযোগ নিয়ে আসেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ সময়ে পন্য না পাওয়ার কি কারন খুঁজতে পিআইও অফিসের কর্মকর্তাদের নির্দেশ দেন।


লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন টিসিবির পন্য বিতরনে ব্যাপক অভিযোগ পেয়েছি, ইউনিয়ন পর্যায়ের পাশাপাশি লালমনিরহাট পৌর এলাকায় গুরতর অভিযোগ এসেছে। আমরা জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে সই স্বাক্ষর সহ কার্ড তৈরী করে দিব,অনেকে টিসিবির কার্ড স্কানিং করে পন্য তুলে নিচ্ছে, এই কারনে মাঠ পর্যায়ে এই সমস্য দেখা দিয়েছে। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস বলেন,আমরা কার্ড অনুযায়ী বরাদ্দ দিয়েছি তাই পন্য না পাওয়ার সুযোগ নেই,কার্ডের কারনে কিছু সমস্যা হচ্ছে আমরা দ্রুত নতুন কার্ড ইস্যু করে সকল কার্ডধারী কে পৌছে দিব । নতুন কার্ড দিয়ে পন্য সরবরাহ করলে সমস্যা হবেনা আশাকরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here