নষ্ট পোলট্রি ফিড বিক্রির চেষ্টা, গ্রেফতার ৫

0
65

চট্টগ্রাম কাস্টমসের ধংস করা আমদানি নিষিদ্ধ নষ্ট ভূসি (পোলট্রি ও ফিস ফিড) বিক্রির দায়ে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরের আনন্দবাজার এলাকা থেকে তাদের কাছ থেকে ৬০ বস্তা পচা ভুসি ও নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন- নজরুল ইসলাম লিটন, সুজন কান্তি দে, গিয়াস উদ্দিন, মো. ইউসুফ ও আশরাফ ইসলাম রনি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, আনন্দ বাজার বেড়ি বাঁধ সংলগ্ন সিটি করপোরেশনের ডাম্পিং ইয়ার্ডে ৬ মাস আগে কাস্টমসের ধ্বংস করে মাটিচাপা দেওয়া নষ্ট ভুসি বিক্রির চেষ্টা করছিল তারা। এসব নষ্ট ভুসি প্রসেস করে পোলট্রি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হতো বলে আমরা জানতে পেরেছি। যা পরবর্তীতে মানব দেহের জন্যও ক্ষতিকর প্রভাব ফেলতো। কারা এসব নষ্ট ভুসি কেনে তাদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here