প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সিটাডেল’ মুক্তির পরপরই প্রাইম ভিডিওতে এক নম্বর স্থান দখল করেছে। সিরিজটি নিয়ে তুমুল আগ্রহ প্রকাশ করছেন দর্শকরা। বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা ভক্তরাও। এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রিয়াঙ্কার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস।
২৮ এপ্রিল প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্পাই থ্রিলার ‘সিটাডেল’। প্রাইম ভিডিওতে এখন পর্যন্ত তিনটি পর্ব বের হয়েছে এটির। স্ট্রিমারের নতুন অ্যাকশন সিরিজটি ইতিমধ্যেই প্ল্যাটফর্মের ‘নম্বর ওয়ান’ টাইটেল অর্জন করে রেকর্ড গড়েছে। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস এই অর্জনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রিয়াঙ্কা এবং রুশো ব্রাদার্স নির্মিত শো’টির অন্যান্য কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (৫ মে) নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা ও সহ-অভিনেতা রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকির সাথে সিটাডেলের একটি পোস্টার শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে। পোস্টারের সাথে লেখা রয়েছে, ‘সিটাডেল। প্রাইম ভিডিওতে এক নম্বর শিরোনাম।’ পোস্টারটি ছাড়াও স্ত্রীর অর্জনে গর্বিত নিক একটি নোট লিখেছেন। নোটে তিনি লেখেন, “আমার স্ত্রী একজন বস। পুরো সিটাডেল এবং প্রাইম ভিডিও পরিবারকে অভিনন্দন।”
সিটাডেলের প্রথম তিনটি পর্ব প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছে এবং নতুন পর্বগুলো প্রতি শুক্রবার প্রকাশিত হবে। ২৬ মে ফাইনাল এপিসোড প্রকাশিত হবে। প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন সিরিজটিতে গুপ্তচর জুটি হিসেবে অভিনয় করেছেন। গুপ্তচরবৃত্তি, রোম্যান্স এবং তুমুল অ্যাকশনের সিরিজটি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। রুশো ব্রাদ্রার্সের প্রযোজনায় এটি বিশ্বের বেশ কয়েকটি দেশেই নির্মিত হবে। ইতালি এবং ভারত উভয় দেশের ‘সিটাডেল’ ফ্র্যাঞ্চাইজি নির্মাণে ইতিমধ্যে কাজ চলছে। ভারতের সিটাডেলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু।