জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় পটুয়াখালীর শিহাব

0
78

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা- ২০২৩ এর শারীরিক ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে শিহাব। দেশের প্রতিবন্ধীদের মধ্যে বাছাইকৃত শতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে ৪টি পরীক্ষার শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে চারটি ক্যাটগরীর মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক এ আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রনজিৎ কুমার। এসময় নিয়ামুর রশিদ শিহাবের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উন্নত মানের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়। জানা গেছে, শিহাবের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তিনি বর্তমানে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। এছাড়া শিহাব ২০২১ সালে জাতীয় আইটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ১৪টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here