আইপিএলে ইতিহাস গড়লেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ডোয়াইন ব্রাভোকে টপকে এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানাকে আউটের সঙ্গে সঙ্গে আইপিএলে সর্বোচ্চ ১৮৪ উইকেটের মালিক হয়ে যান চাহাল।
এর আগে আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও চাহাল। তারা দুজনেই ১৮৩ উইকেটের মালিক ছিলেন।বৃহস্পতিবার কলকাতা অধিনায়ক নীতীশ রানাকে ফেরানোর পর আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান তিনি। পরে আরও তিনটি উইকেট পান। এদিন কলকাতার বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের এই স্পিনার। ১৪৩ ম্যাচে ১৮৭ উইকেট এখন তার ঝুলিতে।
আর ১৬১ ম্যাচে ব্রাভোর উইকেট সংখ্যা ১৮৩। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার এই উইকেট নিয়েছেন তিন দলের (চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ানস) হয়ে। চাহালও উইকেট শিকারে শীর্ষে উঠলেন তিন দলের হয়ে খেলে। মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর এখন তিনি রাজস্থানের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম