কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন হবে ফারুকের

0
73

সিঙ্গাপুর থেকে আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবে বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (ফারুক) মরদেহ। তারপর একাধিক আনুষ্ঠিকতা শেষে গাজীপুরের কালীগঞ্জের গ্রামের বাড়ির পারিবারিক করবস্থানে দাফন করা হবে এই অভিনেতাকে।

গণমাধ্যমকে নায়ক ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান তুলসী বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে বাবার মরদেহ আগামীকাল সকাল ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। জানাজার নামাজের বিষয়ে এখনও পারিবারিক কোনো সিন্ধান্ত হয়নি। তবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বাবাকে।’এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here