অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে ১ মে. টন করে স্থানীয় খাদ্য গুদামে ধান দিতে পারবে লটারিতে নির্বাচিত বোরো চাষীরা।
৭৮০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১৬৯৬ জন এর মধ্যে লটারীতে ৭৮০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ লটারি এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, অতিরিক্তি দায়িত্ব থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, ওসি এলএসডি মোঃ রেজবানুল হক ও আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও ছদের আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কৃষক প্রতিনিধি শহিদুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ও বোরো চাষীসহ অনেকে উপস্থিত ছিলেন।