নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরে চলছিল কোচিং সেন্টার। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৪টি কোচেং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: রমিজ আলম, কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম প্রমুখ ।