আজ সহনীয় ঢাকার বায়ু

0
67

রাজধানীর ঢাকার বায়ু আজ সহনীয়। বৃহস্পতিবার দূষণের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এমন তথ্যই জানিয়েছে।বৃহস্পতিবার সকালের তথ্যানুযায়ী, আইকিউ এয়ারের সূচকে বুসানের স্কোর ১৫৪, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ৭৬, অবস্থান ২৬তম।

তালিকায় দেখা গেছে, বুসানের পরের স্থানে, ১৫২ স্কোর নিয়ে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।

এছাড়া ওই তালিকায় দূষণের শীর্ষ ১০টি শহরের মধ্যে রয়েছে নেপালের কাঠমান্ডু, সৌদি আরবের রিয়াদ, ভারতের দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, দক্ষিণ আফ্রিকার জোহাসেনবার্গ; হংকং এবং উগান্ডার কাম্পালা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হল ‘বিপজ্জনক’। কোনও শহরের স্কোর ৩০১-এর বেশি হলে সেটিকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here