প্রতিবাদী হতে গিয়ে কী কী ক্ষতির শিকার হয়েছেন কঙ্গনা?

0
73

কঙ্গনা রানাউত, বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। নিজের পেশার জন্য যত না চর্চায় থাকেন, তার থেকেও বেশি থাকেন বিতর্কের কারণে। যেকোনও বিষয়েই নিজের মতামত দিতে পছন্দ করেন কঙ্গনা। রাজনৈতিক বিষয়েও নিজের মত প্রকাশে পিছপা হন না তিনি। নিজের মন্তব্যের জন্য একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। মুখোমুখি হয়েছেন আর্থিক ক্ষতিরও। সেই ক্ষতির পরিমাণ কত জানেন? সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সেই তথ্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

খাঁটি দেশপ্রেমী তিনি, এই দাবি একাধিকবার করেছেন কঙ্গনা নিজে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোমর বেঁধে তর্ক ও ঝগড়াও করেছেন তথাকথিত ‘দেশদ্রোহী’দের সঙ্গে। তবে তাদের বিরুদ্ধে মুখ খোলার খেসারতও দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী জানান, দেশদ্রোহীদের বিরুদ্ধে মুখ খোলার জন্য নাকি প্রতি বছর ৩০-৪০ কোটি রুপির ক্ষতি হয়েছে তার। এমনকি ২৫টি সংস্থার সঙ্গে চুক্তিও হারিয়েছেন, দাবি কঙ্গনার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ইলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করেন অভিনেত্রী। সেখানেই লেখা ছিল, “আমার যা মনে হয়, আমি তাই-ই বলব। তাতে যদি আমার আর্থিক ক্ষতি হয়, তবে তাই হোক।” সেই সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘‘এটাই চারিত্রিক দৃঢ়তা। এটাই প্রকৃত সাফল্যের উদাহরণ। হিন্দুত্বের হয়ে কথা বলতে গিয়ে ও দেশদ্রোহীদের বিরুদ্ধে আওয়াজ তুলে আমি প্রায় ২০-২৫টি সংস্থার চুক্তি হারিয়েছি। বছরের প্রায় ৩০-৪০ কোটি রুপি আমার হাতছাড়া হয়েছে।”তিনি আরও লেখেন, ‘‘আমি একজন স্বাধীন মানুষ, এবং আমি যা মনে করি, তা বলা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে চান কি না। উত্তরে অভিনেত্রী বলেন, ‘‘যদি আপনি বলেন আমি রাজনীতিক হতে চাই, তা হলে সেটা অত্যন্ত অশালীন একটা চিন্তা। এটা আপনার বলার কথা নয়, এটা জনগণের বলার কথা। যাদের হাতে ক্ষমতা আছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, এটা তাদের বলার কথা।’’

কঙ্গনার মতে, ‘‘আমি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কী ভাবি, সেটা বিচার্য নয়। মানুষ সিদ্ধান্ত নেবেন, তারা আমাকে সুযোগ দেবেন কি না। আমি এই সিদ্ধান্ত তাদের উপরেই ছাড়লাম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here