চীনে সেনাবাহিনী নিয়ে কৌতুক, ২০ লাখ ডলার জরিমানা

0
54

সেনাবাহিনী নিয়ে কৌতুক করে ২০ লাখ ডলার জরিমানার মুখে পড়েছেন চীনা কৌতুক অভিনেতা লি (স্ট্যান্ড আপ কমেডিয়ান)। চীনের রাজধানী বেইজিংয়ে গত শনিবার একটি অনুষ্ঠানে চীনা সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

সাথে বেইজিংয়ে কৌতুক দলটির কর্মকাণ্ডও অনিশ্চিত কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কৌতুক কোম্পানিটি জরিমানা মেনে নিয়েছে এবং লি’র সাথে চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন।একটি স্ট্যান্ড আপ কমেডি পারফরম্যান্সের সময় কৌতুক অভিনেতা লি নিজের দুটি পোষা কুকুরের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর আচরণের সাথে কুকুরের আচরণের সাদৃশ্যের কথা বলেন তিনি।

চীন কর্তৃপক্ষ দাবি করেছে, কমেডি দল সাংহাই জিয়ানজু কালচার মিডিয়া করপোরেশন এবং এর কৌতুক অভিনেতা লি হাওসি সেনাবাহিনীর মানহানি করেছেন।

লি বলেছিলেন, ‘তার পোষা ওই কুকুর দুটি একটি কাঠবিড়ালিকে তাড়া করছিল।’ এরপরই তিনি বলেন, ‘আপনি অন্য কুকুরদের দেখলে আদরনীয় মনে হবে। আর এই দুই কুকুর আমাকে কেবল একথাই কথা মনে করিয়ে দেয়….ফাইট টু উইন, দৃষ্টান্তমূলক আচরণ করুন।’

ওই কৌতুক অনুষ্ঠানের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশ করা হয়েছে। দর্শকশ্রোতাদেরকে এই কৌতুক নিয়ে হাসাহাসি করতে শোনা গেছে।

তবে কৌতুকটি সবাই ভালভাবে নেননি। দর্শকশ্রোতাদের মধ্যে একজন এ কৌতুক নিয়ে অভিযোগ করেন। পরে মঙ্গলবার বেইজিং কর্তৃপক্ষ জানায়, তারা বিষয়টি তদন্ত করছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, কর্তৃপক্ষ কৌতুক কোম্পানিটির অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগে ১৩ লাখ ২০ হাজার ইউয়ান জব্দ করেছে এবং আরও ১ কোটির বেশি ইউয়ান জরিমানা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here