আবু রাসেল সুমন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ মাটিরাঙ্গায় পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা দুইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হূমায়ন মোর্শেদ খান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টান্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাপিল এিপুরা এমপি।
প্রধান অতিথি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি গুলো আওয়ামীলীগ কে উন্নয়নে বাধা গ্রস্ত করতে চেয়েছে,ততবার ই এদেশের জনগন তা পতিহত করেছে,পদ্মা সেতু যা এদেশের নিজস্ব অর্থায়নে নির্মান করা হয়েছে,সে সেতু নিয়ে ও বি এনপি জামায়াত মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী করতে দ্বিধা করেনি,তারা বলেছে এ ব্রিজ ভেঙে মানুষ মারা যাবে,তাই আজ জানতে ইচ্ছে করে, আজ বি এন পি জামায়াত কি ব্রীজের নিচ দিয়ে যাতায়াত করছে।
তিনি আরো বলেন, বি এন পি জামায়াতকে বলবো খুন,গুম,রাহাজানি ও প্রতি হিংসার রাজনীতি ছেড়ে, দেশের উন্নয়নে এগিয়ে আসুন, তাই আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলেমিশে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে, এবং এদেশের জনগন আবারো বাংলাদেশ আওয়ামী লীগ কে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সহসভাপতি,শামসুল হক,সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হূমায়ন মোর্শেদ খান,সাধারন সম্পাদক বাবু সুভাস চাকমাসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে নবনির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন,সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হারুনুর রশীদ ফরায়েজি,সাধারন সম্পাদক পদে নুর ইসলাম পিসি নির্বাচিত হয়েছেন।