ঈদের ছবিতে যোগ হলো অপুর লাল শাড়ি

0
101

আগেই জানা গিয়েছিলো এবারের কোরবানির ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’, সিয়াম আহমেদের ‘অন্তর্জাল’, আফরান নিশোর ‘সুড়ঙ্গ’, মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’, আদর আজাদের ‘নাকফুল’ ও নিরবের ‘ক্যাসিনো’ মুক্তি পাবে। 

এবার যোগ হলো অপু বিশ্বাসের প্রথম প্রযোজনায় নির্মিত ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিতে অভিনয়ও করেছেন অপু। রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে এবার সব কাজ গুছিয়ে এনেছেন পরিচালক। আর অপুও সিদ্ধান্ত নিয়েছেন কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেবেন। 

গতকাল সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আগামী সপ্তাহে সেন্সরে ছবিটি জমা দেব। ক্যারিয়ারের শুরু থেকেই প্রতি ঈদে আমার ছবি মুক্তি পেয়েছে। এই ঈদেও চাই ছবি মুক্তি পাক। এর মধ্যে হল মালিকদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমার ছবিটি ঈদে চালাতে আগ্রহী। আশা করছি আমার ভক্তরাও ছবিটি হলে গিয়ে দেখবেন।’

সরকারি অনুদানে অপু নির্মাণ করেছেন ‘লাল শাড়ি’ সিনেমাটি। সিনেমার নায়ক সাইমন সাদিক। 

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here