সংঘাতের মাঝেই সুদানে ২৪৫ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

0
61

সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাতে সম্প্রতি রণক্ষেত্রে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। যদিও সৌদি আরব ও আমেরিকার মধ্যস্থতায় বর্তমানে সংঘাত বন্ধে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এতে করে মঙ্গলবার সুদানে যুদ্ধ পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আর তাই দ্রুত সাহায্য প্রয়োজন বহু মানুষের।

গত সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল সুদানের বিবদমান দুইপক্ষ। মঙ্গলবার তা অমান্য করেই দুপুর পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। তবে বিকালের পর থেকে ধীরে ধীরে লড়াইয়ের তীব্রতা কমেছে। আকাশে এখনও যুদ্ধবিমান ঘুরছে।মাঝে মধ্যে দু-একটি মর্টারের শব্দও পাওয়া যাচ্ছে। তবে আগের চেয়ে তা অনেক কম। এই পরিস্থিতির মধ্যেই দ্রুত বেসামরিক মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া প্রয়োজন বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সুদানের জন্য ২৪৫ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে, এই অর্থ বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে পৌঁছে দেওয়া হবে, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে। প্রায় ১০ লাখ মানুষ সুদানে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, সামরিক বাহিনীর প্রধান এবং বিদ্রোহী প্যারামিলিটারির প্রধানকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

রেডক্রস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর বহু মানুষ ঘর হারিয়ে পার্শ্ববর্তী চাদের জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছেন। কিছুদিনের মধ্যেই সেই জঙ্গলে বৃষ্টি শুরু হবে। আর তা শুরু হলে জঙ্গলের ওই জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। না খেতে পেয়ে মৃত্যু হতে পারে অসংখ্য মানুষের। ফলে দ্রুত তাদের কাছে সাহায্য পৌঁছানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here