লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

0
66

চট্টগ্রামের রাউজানে পাওনাদারের বাড়ি থেকে দেনাদারের লাশ উদ্ধারের ঘটনায় মো. ইদ্রিস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে কর্ণফুলী থানাধীন আলতিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুুরুল আবছার জানান- দিদারুল আলম বিদেশ থেকে এসে ব্যবসা শুরু করে ক্ষতির সম্মুখীন হলে অনেকের কাছ থেকেই তিনি টাকা ধার নেন। পাওনাদারদের অন্যতম ছিলেন মো. ইদ্রিস ও মো. ইউনুছ। ২০২১ সালে প্রায় ১০ লাখ টাকা পাওনা দাবিতে দিদারুলের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন ইউনুছ ও ইদ্রিস। মামলার আসামি হওয়ার পর পরিবার নিয়ে গ্রাম ছাড়েন তিনি। গত ১৩ মে গ্রামের বাড়িতে আসলে তাকে ধরে আটকে রাখে। এরপর ইউনুসের বাড়িতে নিয়ে টানা চারদিন মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। ১৬ এপ্রিল আসামীদের প্ররোচনায় আত্মহত্যা করেন দিদারুল। 
এ ঘটনায় ইদ্রিসের ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী ইদ্রিস। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে ইদ্রিসকে কর্ণফুলী থেকে গ্রেফতার করা হয়। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here