ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে কিয়েভ জড়িত আমরা তাৎক্ষণিক সেটা জেনেছিলাম। বৃহস্পতিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পেসকভ বলেন, এর পেছনে কিয়েভ জড়িত। আমরা এটা জানি এবং এর ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছি।
গত ৩ মে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের যে বাসভবনে থাকেন, সেখানটাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।ক্রেমলিন কর্তৃপক্ষের প্রকাশ করা কয়েকটি ভিডিওর একটি ভিডিওতে দেখা যায়, ড্রোনের মতো দেখতে একটি বস্তু ভূমি থেকে ৫০ ফুটের মতো উচ্চতায় বিস্ফোরিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে হওয়া ড্রোন হামলা ইউক্রেইনের গুপ্তচররা কিংবা সামরিক গোয়েন্দারা পরিচালনা করেছে