চট্টগ্রাম নগরীতে বন্য হাতির দাঁত ও হরিণের চামড়াসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আবদুল মালেক। অভিযানে হাতির চারটি পূর্ণাঙ্গ দাঁত, ছোট বড় ২০টি খন্ডাংশ এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গ্রেফতার হওয়া মালেক পাবর্ত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হাতির দাঁত ও হরিণের চামড়া সংগ্রহ করতে। পরে সেগুলো পাচারের উদ্দেশ্যে সিলেটে পাঠিয়ে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে হাতির দাঁত ও হরিণের চামড়া জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।