গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬৩.৪৬ শতাংশ

0
85

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শতকরা ৬৩ দশমিক ৪৬ শতাংশ উত্তীর্ণ হয়েছেন এবং ৩৬ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টায় ফলাফল প্রকাশিত হয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ হাজার ৩৩২টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ৩৯ হাজার ৮৬৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৮ হাজার ৩৫১  জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫১৩ জন শিক্ষার্থী। মোট পাস করেছেন ২৪ হাজার ৩৩৭ জন এবং ফেল করেছেন ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ জনের পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, নটরডেম কলেজের শিক্ষার্থী মো. রায়হান খান রাজু সর্বোচ্চ ৮৫ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়ে সারাদেশে গুচ্ছের ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রায়হান খান রাজু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here