শাহজাদপুরে টেকনাফ থেকে ইয়াবা ডেলিভারি দিতে এসে ডিএনসির কাছে ধরা

0
107

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর পূর্ণিমা হোটেল থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুন অর রশিদকে(২৮) গ্রেফতার করেছে (ডিএনসি)। নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।

শনিবার(৩ জুন)সকাল পৌনে আটটার দিকে গোপন ভিত্তিতে তাকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেলের ইন্সপেক্টর মোঃ শাহিনুল কবির। তিনি বসুন্ধরা নিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটি টিম গুলশান থানার শাহজাদপুর পূর্ণিমা হোটেলে অবস্থান করি। এরপর হারুন অর রশিদকে আমরা আটক করি। তার কাছে কোন মাদক আছে কিনা জানতে চাইলে সে বিষয়টি অস্বীকার করে। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে প্যাকেটে মোড়ানো ১০ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আজ সকালেই সে টেকনাফ থেকে ঢাকা আসে মাদকের চালান নিয়ে। তার লেবাজ দেখলে কোনভাবেই তাকে সন্দেহ করার অবকাশ নেই। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএএ/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here