‘ভোট যে বিবেকের দায়বদ্ধতা, তা ফিরিয়ে আনতেই জাকের পার্টির প্রচেষ্টা’

0
71

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, যথেষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই জাকের পার্টি এগিয়ে যাচ্ছে। ভোট যে এক জন নাগরিক বা ভোটারের পবিত্র আমানত, বিবেকের দায়বদ্ধতা-অনেকেই তা ভুলে গেছে। এ অবস্থার পরিবর্তন দরকার। পরিবর্তন সাধনের মহান লক্ষ্য নিয়েই জকের পার্টি সিটি করপোরেশন নির্বাচনে নেমেছে। 

শুক্রবার বিকালে সিলেট মহানগরে জাকের পার্টির সিলেট মেয়র প্রার্থী জহীরুল আলমের নির্বাচনী গণসংযোগ ও মিছিল কর্মসূচিতে অংশগ্রহণকালে এক পথসভায় তিনি এ সব কথা বলেন।
 
এর আগে মহানগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে মেয়র প্রার্থী জহীরুল আলমের নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ কর্মকাণ্ড আরো জোরদার ও গতিশীল করণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর জাকের পার্টির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বক্তৃতা করেন।

অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা সৈয়দ আবুল খায়ের বাবলু, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, মহিবুর রহমান আজাদ, সোহরাব হোসেন, পিয়ারা বেগম প্রমুখ বক্তৃতা করেন। 

সভা শেষে জাকের পার্টির সিলেট মেয়র প্রার্থী জহীরুল আলমের মিছিল বের হয়। মিছিলটি মহানগরের দরগাহ গেট, জিন্দাবাজার, বন্দরবাজার, নাইওর পুল, কুমারপাড়া হয়ে কেন্দ্রীয় ঈদগাহে এসে শেষ হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here