রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত ১

0
74

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও গোষ্ঠীর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ-৩২ এর ফজু মিয়ার ছেলে বশির উল্লাহ (৩৫)।

মঙ্গলবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে।জানা যায়, মঙ্গলবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আরএও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ আনুমানিক ১০-১২ রাউন্ড গুলি করে। এতে বশির উল্লাহ (৩৫) নামে একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

তাকে উদ্ধার করে ৯ নম্বর ক্যাম্পের আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। কক্সবাজার নেওয়ার পথে ওই রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে সংশ্লিষ্ট মাঝি জানিয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here