বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস

0
94

বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলে ইতিহাস গড়তে চলেছে বসুন্ধরা কিংস।

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।  
দেশের ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক ইতিহাস গড়ে চলছে কিংস।আগামী বছর এশিয়ার সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব ক্লাব হিসেবে সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। তবে মূল পর্বের খেলার জন্য শুরুতে প্লে-অফে লড়াই করতে হবে কিংসকে। চ্যাম্পিয়ন্স লিগে শুধু বসুন্ধরা কিংস খেলার সুযোগ পেলেও এএফসি কাপে কিংসের সঙ্গে আবাহনী লিমিটেডও খেলার সুযোগ পাচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে শুধু সৌদি আরব ও ইরান থেকে সর্বোচ্চ তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এরপরই দুটি করে দল রয়েছে কাতার ও উজবেকিস্তানের। এছাড়া দক্ষিণ এশিয়া থেকে শুধুমাত্র ভারতের একটি দল সরাসরি খেলে থাকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here