দিনাজপুরে বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান 

0
99

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৩ ঘটিকায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবলী সাদিক এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য ১১, দিনাজপুর-৬। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, সূধীগনসহ ছাত্র-ছাত্রীরা।

 অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরে বিরামপুর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রাইমারি স্কুলের ১৫০ জন ছাত্র ছাত্রীকে ২৪০০ টাকা এবং হাই স্কুলের ১০০ জন ছাত্র-ছাত্রীকে ৬০০০ টাকা করে মোট ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ৯ লাখ ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here