বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। শান্তর আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ৪০০ রান।
টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন শান্ত। হাশমতুল্লাহকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে দৌড় দেন, নন স্ট্রাইক প্রান্তে পৌঁছেই শুরু বুনো উদযাপন। ব্যাটে চুমু একে ছেড়ে দিলেন শূন্যে। ১১৫ বলে ১৩ চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শান্ত। এর আগে প্রথম ইনিংসে ১৪৬ রান করেছিলেন। মুমিনুল এসে জড়িয়ে ধরে অভিন্দন জানান সতীর্থকে। টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে মুমিনুলের পাশেই যে বসলেন তিনি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল মুমিনুলের দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ২০১৮ সালে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন মুমিনুল।