চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ‘পুরনো বন্ধু’কে হাসিমুখে বরণ করে নিয়েছেন চীনের প্রেসিডেন্ট। জিনপিং বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্কে বিশ্বাসী। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের জন্য সুবিধাজনক হবে এমন অনেক উদ্যোগ নিচ্ছেন বলেও দাবি করেছেন চীনা কমিউনিস্ট পার্টির এই শীর্ষ নেতা।
আর বিল গেটস বলেছেন, শি জিনপিংয়ের সাখে দেখা করতে পেরে তিনি খুব সম্মানিত বোধ করছেন।
বিল গেটসের কিছুদিন আগেই চীন সফর করেছিলেন মার্কিন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এছাড়াও গত মার্চ মাসে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও দেশটি ভ্রমণ করেছেন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, করোনা পরবর্তী ধকল কাটাতে বড় বিদেশি বিনিয়োগকারীদের কাছে টানার চেষ্টা করছে চীন।