ওয়াগনার বিদ্রোহের এখনই শেষ দেখছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তার মতে পুতিনের নেতৃত্বে ফাটল দেখা দিয়েছে।
রাশিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ব্লিনকেন বলেছেন, ওয়াগানর মেশিনারি গ্রুপ পুতিন প্রশাসনের আসল ভাঙনটা প্রকাশ্যে এনেছে। ব্লিনকেনের মতে, পুতিনকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে ওয়াগনার বাহিনী। তার দাবি, এই বিদ্রোহের ফলে চারিদিক থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন পুতিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, পুতিনও ইউক্রেনের মতো অবস্থার ভিতরেই পড়েছিলেন। ব্লিনকেন বলেন, ‘এখন পুতিন রাশিয়ার রাজধানী মস্কো রক্ষা করতেই ব্যস্ত। তার হাতে গড়া বাহিনীই তাকে বিপদে ফেলছে।’ ‘সুতরাং আমি পরিষ্কারভাবেই মনে করি ভাঙন শুরু হয়ে গেছে।’
ব্লিনকেন দাবি করেছেন, এখনই ওয়াগান বিদ্রোহ শেষ হয়ে যায়নি। এখনো যেকোনো সময় ভিন্ন কিছু ঘটতে পারে। সরসারি না বললেও তিনি ইঙ্গিতে পুতিন শাসনের পতন দেখছেন বলেই জানিয়েছেন।
সূত্র: বিবিসি