শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, তালিকায় এগিয়েছে আছে বাংলাদেশ

0
87

জাপানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর শক্তিশালী পাসপোর্ট সূচকে এমনটি দেখা গেছে। এদিকে এ পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছড়া ২২৭টি দেশের মধ্যে ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের সূচকে ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। সর্বশেষ প্রকাশিত তালিকায়। জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এদিকে বাংলাদেশ শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯৬ তম স্থানে অবস্থান করছে। দেশটির নাগরিকরা ভিসা ছড়া ২২৭টি দেশের মধ্যে ৪১টিতে যেতে পারেন। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এই তালিকায় ভারতের অবস্থান ৮০তম এবং পাকিস্তানের অবস্থান ১০০তম।

এছাড়া বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ নেমে আটে অবস্থান করছে।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। এ সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here