নিজেদের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ওড়াবে তুরস্ক

0
69

তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘কান’ আগামী ডিসেম্বরে আকাশে উড়বে বলে জানিয়েছে তুর্কি মহাকাশ শিল্প সংস্থা টিএআই। গত শুক্রবার (২৮ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

টিএআইয়ের মহাব্যবস্থাপক টেমেল কোটিল জানান, আগামী ২৭ ডিসেম্বর তুরস্কের আকাশে যুদ্ধবিমান কান ওড়ানো হবে। যদিও এগুলো আরও পাঁচ বছর পর ওড়ানোর কথা ছিল।

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ১৯১৯ সালের ২৭ ডিসেম্বর আঙ্কারায় আসেন। ঐতিহাসিক এই দিনটির সঙ্গে মিলিয়ে ২৭ ডিসেম্বর তুরস্কের নিজেদের তৈরি যুদ্ধবিমান আকাশে ওড়ানো হবে।

কোটিল বলেন, ২০১৬ সালে যুদ্ধবিমান কান তৈরির প্রকল্প শুরু হয়েছিল। ২০২৮ সাল নাগাদ এ বিমানগুলো তুর্কি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করার ছিল। তবে নির্মাণ প্রক্রিয়া আমাদের প্রত্যাশার চেয়ে আগেই শেষ হয়ে গেছে।

২১ মিটার লম্বা ও দুই ইঞ্জিনবিশিষ্ট এই যুদ্ধবিমানগুলো সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। এ ছাড়া অত্যাধুনিক এসব যুদ্ধবিমানে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি শনাক্তকরণ, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, নির্ভুলভাবে শত্রুঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা ও অস্ত্র মজুতকরণ ব্যবস্থা রয়েছে।

বর্তমানে তুরস্কের বিমান বহরে অন্যতম জায়গা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। তবে মার্কিন এসব যুদ্ধবিমান পুরোনো হয়ে যাওয়ায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান নিয়ে এলো রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ তুরস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here