নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র কী চায়, জানালেন সিইসি

0
96

আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা চায় নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র।PauseUnmute

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এদিন বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে।

সিইসি বলেন, দেশে যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিকভাবে সমাধান করলে ইসির পক্ষে ভোটগ্রহণ সহজ হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে বিষয়টি জানানো হয়েছে।

এদিক বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যে কোনো দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে তা ভিয়েনা কনভেনশনের শর্তভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাংগীর আলম। আর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here