পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

0
110

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও ৯ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঊর্ধ্বতন এসব কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন (ছেড়ে দেবেন)। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে তারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

আরও বলা হয়, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

যেসব অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদকে ঝালকাঠি জেলায়, পুলিশ সদর দফতরের সাদেক আহমেদকে এপিবিএনে, ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হককে শিল্পাঞ্চলে, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেনকে রেলওয়েতে, এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাহমিদুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামানকে গাজীপুর জেলায়, আরএমপির (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদকে নারায়ণগঞ্জ জেলায়, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামকে এপিবিএনে, জিএমপির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজিম উদ্দীন আল আজাদকে চুয়াডাঙ্গায়, ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমাকে জিএমপিতে, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমানকে কুষ্টিয়ায়, সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনাহর আলীকে ব্রাহ্মণবাড়িয়ায়, কেএমপির (খুলনা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ইমরানকে ঝালকাঠি জেলায়, পুলিশ সদর দফতরের সুমন কুমার দাসকে নেত্রকোনা বারহাট্টা সার্কেলে, প্রথম এবিপিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে জামালপুর সদর সার্কেলে, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল ইসলামকে পিরোজপুর সদর সার্কেলে, হাইওয়ে পুলিশের এমরান আলীকে সিআইডিতে, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহ কবিরকে হবিগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারির অতিরিক্ত পুলিশ সুপার একেএম এনামুল করিমকে র‌্যাবে বদলি করা হয়েছে।

যেসব এএসপিকে বদলি করা হয়েছে

পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মমিনুল হককে ডিএমপিতে, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের রুবেল হককে আরএমপিতে, সিএমপির মোহাম্মদ বেলায়েত হোসেনকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে, আরএমপির আরিফুল ইসলামকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বিএমপির (বরিশাল মেট্রোপলিটন পুলিশ) মেহেদী হাসানকে ভোরার চরফ্যাশন সার্কেলে, কেএমপির আবু জাফরকে সিএমপিতে, এসএমপির খোকন চন্দ্র সরকারকে সিআইডিতে, আরআরএফ ঢাকার মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং টিডিএস ঢাকার সহকারী পুলিশ সুপার নাসির আহমেদ হাওলাদারকে সিআইডিতে বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here