আফগানিস্তানে নিযুক্ত সৌদি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রবিবার তালেবান পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সাম্প্রতিক একটি বৈঠকে কেন একজন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন, তলব করে সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে।
তালেবানের জনসংযোগ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, ওই বৈঠকে একজন নারী উপস্থিত থাকায় তাদের প্রতিনিধিদলের সদস্যরা ‘অস্বস্তি’তে পড়েছিলেন। পোস্টে আরো বলা হয়েছে, ‘আমরা আমাদের মূল্যবোধের সঙ্গে অসম্মান বা আপস সহ্য করব না।
এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
তালেবানের জনসংযোগ বিভাগ নারী সদস্যের উপস্থিতিকে ‘খুবই অকূটনৈতিক ইঙ্গিত’ বলে অভিহিত করেছে। তবে তারা এ-ও বলেছে, সমস্যা সত্ত্বেও তালেবান সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার অব্যাহত রাখবে।
সূত্র : আল অ্যারাবিয়া