বিএনপির মহাসমাবেশ নিয়ে পিটার হাসের সাথে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর

0
109

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এ সময় তিনি বিষয়টি জানতে চান বলে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বৈঠকে পিটার হাস জানতে চেয়েছেন, বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।

তিনি বলেন, ‌আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।

এসএএ/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here