জামায়াত সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা: সিটিটিসি প্রধান

0
58

জামায়াতে ইসলামী বাংলাদেশ কোনো সভা সমাবেশ করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। রাজধানীর মতিঝিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে আজ শনিবার সাংবাদিকতা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিটিটিসি প্রধান বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।  তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে।  

রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে গত সোমবার ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত। চিঠিতে দলটি উল্লেখ করে যে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ করতে চায় তারা।

পরে গত বৃহস্পতিবার  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়,  জামায়াতে ইসলামী বাংলাদেশকে কোনোভাবেই কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না। এর প্রতিক্রিয়ায় দলটির  ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরেই জামায়াতে ইসলামী মহাসমাবেশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here