বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে ঢাকার ডেমরায় দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে, তাতে প্রাণ গেছে ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারীর।
রোববার ভোর ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে বলে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান।
নিহত ওই তরুণের নাম নাঈম ওরফে নাজিম, বয়স ২০ বছর। তার সঙ্গে বাসে থাকা রবিউল নামে আরেক যুবক আগুন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, “তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার। রাতে দুজনই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায় এবং নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত রবিউলকে তারাই হাসপাতালে পাঠায়।
ডেমরা থানার ওসি বলেন, ‘নাঈম ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। দগ্ধ রবিউলকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নাঈমের বাড়ি বরিশালের কোতোয়ালি থানা এলাকায়। ঢাকায় তিনি ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন।