কথা দিলাম, পুলিশ হত্যার বিচার দ্রুত হবে: আইনমন্ত্রী

0
52

রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের হত্যার বিচার দ্রুত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল আন্দোলনের নামে সহিংসতা শুরু করেছে। বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমলূক কাজ করে শনিবার একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করেছে।

এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ সদস্য হত্যার বিচার ত্বরিত গতিতে করা হবে, কথা দিয়ে গেলাম।

রোববার দুপুরে গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। রাজনীতিতে অনেক কথা, দেশের মানুষের কল্যাণের কথা দেশের মানুষের উন্নয়নের কথা বলতে কারো বাধা নেই।

কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা চালানো হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলব ব্যবস্থা নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিত করেছন। তিনি দেশের উন্নয়ন করেছেন। এ উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশ যেন নিজের পায়ে না দাড়াঁতে না পারে, যেন ২০৪১ সালে উন্নত দেশ হতে না পারে সেজন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।

আনিসুল আরও বলেন, সেই ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ খুন করছে। বাংলাদেশের উন্নয়ন কেউ ব্যাহত করতে পারবে না, কাউকে ব্যাহত করতে দেওয়া হবে না। আপনারা সতর্ক থাকবেন, ভীত হবেন না, আশাহত হবেন না, কেউ আমাদের দমাতে পারবে না।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সাংবিধানিক প্রক্রিয়ায় এদেশে নির্বাচন হবে। কারণ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হবে এবং সংবিধান অনুসারে প্রতি পাঁচ বছর পরপর জনগণ তাদের প্রতিনিধিদের নির্বাচন করবেন। তারা এ রাষ্ট্র পরিচালনা করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক উম্মে কুলসুম, জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম, জেলা রেজিস্ট্রার সাদিকুল নাহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here