গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত

0
68

গাজীপুর জেলার বাসন থানার মালেকের বাড়ি এলাকায় পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬)নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসের ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

সোমবার(৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আবু সুফিয়ান বলেন, আমি ও রাসেল হাওলাদার দুজনেই একই বাসায় থাকি এবং একই গার্মেন্টসে চাকরি করি। আমি খবর পেলাম বেতন ভাতার দাবিতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালায়। এতে আমার সহকর্মী বুকে গুলি লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা গাজীপুর জেলার বাসন থানার মালেকের বাড়ি ভাড়া থাকি। তার বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার বিনয়কান্দি গ্রামে।সে ওই এলাকার হান্নান হাওলাদার ছেলে ছিল।

নিহত রাসেল হাওলাদারের সাথে আসা টঙ্গী পূর্ব থানার কনস্টেবল তিলক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে আহসানুল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ রাসেল হাওলাদারের মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাসন থানাকে জানিয়েছি।

এসএএ/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here