অনন্ত জলিলের কারখানায় ক্ষুব্ধ শ্রমিকদের আগুন

0
61

গাজীপুরের কোনাবাড়ীতে চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিলের মালিকানাধীন এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা

সোমবার বিকেল ৫টার দিকে কাশিমপুর-কোনাবাড়ী রোডের ওই কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে উত্তেজিত শ্রমিকেরা আগুন ধরিয়ে দেয়। এ সময় কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধরও করেন শ্রমিকেরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আন্দোলনের কারণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করে। কিন্তু এবিএম ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন। খবরটি আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা ওই কারখানার সামনে গিয়ে অবস্থান নেন।

একপর্যায়ে কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। কারখানার শ্রমিকেরা আন্দোলনে যোগ না দেওয়ায় আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় আগুন দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন সিদ্দিক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here