মানিকগঞ্জে বিএনপি পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, আটক ৫

0
64

বিএনপির ডাকা অবরোধে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে দলটির নেতা-কর্মীদের। পুলিশের গুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আটক করা হয়েছে পাঁচ নেতা-কর্মীকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মানরা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিনের অবরোধের প্রথম দিন সকাল সোয়া ৭টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকা থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

স্লোগান দিতে দিতে নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে থাকেন। সাড়ে ৭টার দিকে তারা বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় মহাসড়কে উঠতে গেলে পুলিশ মিছিলের ব্যানার কেড়ে নেয়।

এক পর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস জিন্নাহ কবির বলেন, অবরোধের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here