সড়ক ও রেলপথে ৬৭ হাজার আনসার-ভিডিপি

0
55

বিএনপি ও জামায়াতের অবরোধের মধ্যে সড়ক ও রেলপথের যোগাযোগ স্বাভাবিক রাখতে প্রায় ৬৭ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাতে আনসার ও ভিডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধের প্রথম দিন থেকে ২ নভেম্বর পর্যন্ত রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্তপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ৬৬ হাজার ৮১৭ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য দুই হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার- ভিডিপি সদস্য মোতায়েন আছে। তারা ২৫০টি দলে বিভক্ত হয়ে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here