এবার ভারত থেকে আমদানি করা আলু ভর্তি ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুরে ভারতীয় আলুর প্রথম চালান নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
গত ৩০ অক্টোবর কয়েকজন আমদানিকারক আলু আমদানির অনুমতির আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানি কারককে ৩১ অক্টোবর রাতে ১২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি দেয়া হয়।
এদিকে, আমদানির খবরে প্রতি কেজিতে পাঁচ থেকে ছয়টা কমেছে আলুর দাম।