ময়মনসিংহে র্যাব পরিচয়ে অপহরণের অভিযোগে চার অপহরণকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস, ভুয়া আইডি কার্ড ও ৬৬ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান র্যাবের অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান। র্যাব-১৪ এর একটি দল অপহরণকারীদের কাছ থেকে ভুক্তভোগী তিনজনকে উদ্ধার করেছে।
মহিবুল ইসলাম খান বলেন, বুধবার রাতে ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি থেকে চারজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।