অবরোধের আগের রাতে ১২ ঘন্টায় ১২ স্থানে আগুন 

0
50

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ ভোর ৬টা থেকে। তবে অবরোধের আগের রাত থেকেই রাজধানীসহ অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এটা দ্বিতীয় অবরোধ। প্রথম ৭২ ঘণ্টা অবরোধে ব্যাপক জ্বালাও-পোড়াও চালায় দলটি।

রাজধানীসহ দেশব্যাপী শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে আজ রোববার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ১২টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম।

তিনি জানান, এ সময়ের মধ্যে ঢাকা সিটিতে সাতটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ,গাজীপুর) দুটি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) একটি, বরিশাল (চরফ্যাশন) একটি, রংপুর (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

তিনি আরও জানান, ঢাকাসহ সারাদেশে ৯টি বাসে আগুন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং একটি জায়গায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here