বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ রাজধানীতে সাতটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সর্বশেষ পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
এর আগে আজ ভোররাত চারটায় রাজধানীর ডেমরার মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে এবং শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়। এরপর ভোর সোয়া পাঁচটায় মিরপুর-৬ নম্বরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে সকালে বনশ্রীর মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই বাসের যাত্রী সবুজ মিয়া (৩০) দগ্ধ হন।
এরপর বিকেল চারটার দিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের (চৈতালি) একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। এর আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় সবশেষ শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়ার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আরও জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।