গাজীপুরে কারখানায় আগুন, ফায়ারের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

0
63

গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রা এলাকার খাড়াজোড়া নামক স্থানে সাফওয়ান ফয়েল এন্ড কোয়ালিটি টেক্স নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি জানান, আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো, কাশিমপুর ডিবিএল, গাজীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রথমে দুটি পরে চারটি থেকে সাতটি, আটটি ও সবশেষ দশটি ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here