আগামী ১৭ নভেম্বর থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা শুরু হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণার পর একথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এই তফসিলকে আওয়ামী লীগ স্বাগত জানায়।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের অনুকুল পরিবেশ আছে বলে নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করেছে। ১৭ নভেম্বর জাতীয় নির্বাচনের পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই দলের মনোনয়ন ফরম কেনা যাবে।
কাদের বলেন, গণতন্ত্রকামী বাঙালির জন্য আজ গুরুত্বপূর্ণ দিন। প্রধান নির্বাচন কমিশনারের তফসিল স্বাগত জানাই। সাংবিধানিক নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশবাসীকে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার জন্য আহ্বান জানাই।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন সিইসি। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এদিকে এই তফসিলকে প্রত্যাখান করেছে বিএনপি। তবে দলটি এখনই নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেনি।