১০ দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে সরকার

0
50

বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদগুলোয় বড় ধরনের রদবদল করতে যাচ্ছে সরকার। এই রদবদলের প্রস্তুতির অংশ হিসেবে কমপক্ষে ১০টি দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ফিরতে বলা হয়েছে। যাদের দেশে ফিরতে বলা হয়েছে তাদের অধিকাংশই রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।

চুক্তিভিত্তিক নিযুক্ত রাষ্ট্রদূতদের মধ্যে যাদের দেশে ফিরতে বলা হয়েছে তারা হলেন কানাডায় ড. খলিলুর রহমান, জার্মানিতে মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, পোল্যান্ডে সুলতানা লায়লা হোসেন, কুয়েতে মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, সুইজারল্যান্ডে সুফিউর রহমান, জাপানে শাহাবুদ্দিন আহমেদ ও থাইল্যান্ডে মোহাম্মদ আবদুল হাই। যাদের দেশে ফিরতে বলা হয়েছে, তাদের মধ্যে কেবল দুজনের নিয়মিত চাকরি শেষে অবসরে যাওয়ার কথা রয়েছে। তারা হলেন গ্রিসে আসুদ আহমেদ ও ইতালিতে মো. মনিরুল ইসলাম। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এরই মধ্যে তাদের দেশে ফেরার নির্দেশ জারি করেছে। 

রাষ্ট্রদূতদের কাছে পাঠানো পৃথক আদেশে বলা হয়, ‘আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূতদের বর্তমান দায়িত্বভার অবিলম্বে ছেড়ে ঢাকায় ফিরে আসার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here