কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসা খলিল আহমেদ এবার রমজান মাসজুড়ে ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেন। আজ মঙ্গলবার থেকেই রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে এ দামে গরুর মাংস বিক্রি শুরু করেন তিনি।
কম দামে এ এ মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
খলিল আহমেদ বলেন, ‘ক্রেতাদের রমজানে ৫০০ টাকায় মাংস খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু গরুর দাম বেশি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তবে ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করলেও লোকসান হবে না।’
তিনি জানান, ৫৯৫ টাকা কেজি দরে এই মাংস বিক্রি কার্যক্রম চলবে ২৫ রোজা পর্যন্ত। একজন ক্রেতা নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি মাংস কিনতে পারবেন।
গত বছর কম দামে গরুর মাংস বিক্রি আলোচনায় আসেন খলিল আহমেদ। তার উদ্যোগের ফলে বাজারে গরুর মাংসের দাম কমতে শুরু করে। সাধারণ মানুষ থেকে ভোক্তা অধিকার, সব খানেই প্রশংসিত হন তিনি। তবে এ জন্য বিভিন্ন কাছ থেকে হুমকিও পান খলিল।