বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন ও তার গাড়িচালককে রিভলবারসহ আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
নাহিদ মাহামুদ বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি এবার দোয়াত-কলম প্রতীক নিয়ে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তার গাড়িচালকের নাম মো. সজীব।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, নাহিদ মাহামুদ তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে উঠান বৈঠক করতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় পুলিশ তার গাড়িটি তল্লাশি করে। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করেন। এরপর তাদের থানায় নিয়ে আসা হয়।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।