সাত মাস না পেরোতেই চাকরি হারালেন চেলসি কোচ গ্রাহাম পটার। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
গত শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে ক্লাবটি। তারপরই বাজতে থাকে পটারের বিদায় ঘণ্টা।এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, গ্রাহাম পটার ক্লাব ছাড়ছেন। তিনিও এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন। তার অধীনে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেই কথা স্মরণ করিয়ে পটারকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদও দেওয়া হয়েছে।
এর আগে পটার ব্রাইটন এন্ড হোব আলবিয়নের কোচ ছিলেন। নিচের সারির ওই দলের ডাগ আউটে দুর্দান্ত কাজ করেছেন তিনি। ব্রাইটনকে শীর্ষ দশে রেখেছিলেন। তবে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পটারের অধীনে সুবিধা করতে পারেনি চেলসি।
পটারের জায়গায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুনো সাল্টার। গুঞ্জন শোনা যাচ্ছে, চেলসির পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন কয়দিন আগে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব হারানো হুলিয়ান নাগেলসম্যান।