জেলের ভিতরে ইউক্রেনের যুদ্ধবন্দিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। ভ্লাদিমির পুতিনের বাহিনীর এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাদের এই আচরণের জন্য রুশ বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য, ভাইরাল ওই ভিডিও’র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তি ছুরি হাতে একজনের গলা কাটছে। যার উপর এই অত্যাচার চলছে, তার গায়ে রয়েছে হলুদ রঙের ব্যান্ড। এই হলুদ ব্যান্ড ইউক্রেনের সেনা ব্যবহার করে। ওই ভিডিওর সূত্র ধরেই জেলেনস্কি বলেন, “এমন একটা ঘটনা, যা গোটা বিশ্ব অস্বীকার করতে পারবে না। সবাই দেখতে পাচ্ছে, ওই পশুগুলো (রুশ সেনা) কীভাবে মানুষকে খুন করছে। এটা সকলের দায়িত্ব যে, কীভাবে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়।”
তিনি এই ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন।
ওই ভিডিও প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করেন, “ইউক্রেনের যুদ্ধবন্দিদের নিয়ে যে ভিডিও রুশ সেনা প্রকাশ করছে, তা ভয়াবহ। অথচ এরাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কর্তৃত্ব করে যাচ্ছে। ইউক্রেন থেকে তো বটেই, রাশিয়ার জঙ্গিদের জাতিসংঘ থেকেও দূর করে দেওয়া উচিত।” সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস